স্মার্টফোনের কাজ সহজ করতে বা বিভিন্ন কারণে নানান অ্যাপ ব্যবহার করেন সবাই। তবে এসব অ্যাপের মধ্যে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন এসে ভরে থাকে। শান্তিমতো একটানা দুই মিনিট কাজ করাও যায় না। সময়ে-অসময়ে অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে বিরক্ত হন সবাই।
অনেক সময় চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন পণ্য অর্ডার করে ফেলেন। এতে প্রতারণার ঘটনাও কম ঘটে না। তবে খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনে আসা বিজ্ঞাপন বন্ধ করতে পারেন। বেশিরভাগ ফোনেই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহার করা হয়। আর সেখান থেকেই কিন্তু বন্ধ করা যায় অহেতুক বিজ্ঞাপন।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
> প্রথমেই আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি খুলুন।
> সেখানে মাথার উপর ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
> এরপর ‘সেটিংস’ থেকে ‘সাইড সেটিংস’ অপশনটি ক্লিক করুন।
> সেখানেই পেয়ে যাবেন ‘অ্যাডস অ্যান্ড পপ-আপ অ্যান্ড রিডাইরেক্টস’ অপশন।
> সেখানে গিয়ে এই দুটি অপশনকেই এনেবল করতে হবে আপনাকে। তাহলেই বন্ধ হয়ে যাবে যখন তখন অহেতুক বিজ্ঞাপনের যন্ত্রণা।
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি