Can't found in the image content. জ্যাকুলিনের কাছ থেকে সুকেশকে ভাগিয়ে নিতে চেয়েছিলেন নোরা? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

জ্যাকুলিনের কাছ থেকে সুকেশকে ভাগিয়ে নিতে চেয়েছিলেন নোরা?

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, জানুয়ারী ২৩, ২০২৩

জ্যাকুলিনের কাছ থেকে সুকেশকে ভাগিয়ে নিতে চেয়েছিলেন নোরা?
‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন, তাকে জ্যাকুলিন ফার্নান্দেজের কাছ থেকে ভাগিয়ে নিতে চেয়েছিলেন নোরা ফাতেহি।

২০০ কোটি রুপি পাচারে অভিযুক্ত সুকেশ রোববার এক বিবৃতিতে এই দাবি করেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

সুকেশ বলেন, তিনি যখন জ্যাকুলিনের সঙ্গে ‘ডেট’ করছিলেন, তখন নোরা তার ‘ব্রেইনওয়াশ’ করতেন, যেন তিনি জ্যাকুলিনকে ছেড়ে নোরার সঙ্গে ‘ডেট’ করেন।

দিনে ১০ বার নোরার ফোন পাওয়ার ঘটনাও ঘটেছিল বলে দাবি করেন সুকেশ। তার ভাষ্যে, শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিনকে নিয়ে ঈর্ষাতুর ছিলেন মরক্কো বংশোদ্ভুত কানাডীয় নৃত্যশিল্পী নোরা, যারা দুজনই এখন বলিউডে।

সুকেশের অর্থ পাচার কাণ্ডে জ্যাকুলিন ভালোভাবেই ফেঁসেছেন, তবে নোরা অতটা নয়।

এই ঘটনার জের ধরে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন নোরা। আগামী ২৫ মার্চ তার শুনানি হবে বলে এনডিটিভি জানিয়েছে।

২০০ কোটি রুপি পাচারের মামলায় অভিযুক্ত সুকেশের সঙ্গে ‘অন্যায়ভাবে’ তার নাম টেনে আনার অভিযোগে গত ডিসেম্বর জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন নোরা।

নোরার দাবি, নিজের স্বার্থেই জ্যাকুলিন এই ‘নোংরামি’ করছেন। উদ্দেশ্য তার সম্মানহানি ঘটানো।

এর আগে জ্যাকুলিন দাবি করেন, একা তিনিই নন, অনেক তারকারাই সুকেশের কাছ থেকে উপহার নিয়েছেন।

সে তালিকায় বেরিয়ে আসে নোরার নাম। সেজন্য দিল্লি পুলিশ নোরাকে জিজ্ঞাসাবাদও করেছি। এদিকে সুকেশের সঙ্গে মামলায় জ্যাকুলিন ফেঁসে গেছেন। তিনি এখন জামিনে মুক্ত।