ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

চয়নিকার গাড়িতে চ্যানেল আইয়ের স্টিকার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, আগস্ট ৭, ২০২১

চয়নিকার গাড়িতে চ্যানেল আইয়ের স্টিকার
বহুল বিতর্কিত নির্মাতা চয়নিকা চৌধুরী আজ ৯শুক্রবার) সন্ধ্যায় আটক হয়েছেন। পরীমনি বিতর্কে তাকে আটক করা হয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি একজন নির্মাতার আড়ালে নাটকের বিভিন্ন নায়িকাদের অপব্যবহার করতেন। প্রযোজক খুঁজতে অনেক অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত করতেন বলে অভিযোগ রয়েছে।

তিনি একজন স্বাধীন নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আজ চ্যানেল আইয়ের স্টিকার গাড়িতে দেখার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

চয়নিকা চৌধুরীর স্বামী অরুণ চৌধুরী একজন নির্মাতা। কিন্তু তারা দুজনের কেউই চ্যানেল আইয়ে চাকরি করেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রশ্ন হলো যে, চ্যানেল আইয়ে যদি চাকরি না করে স্টিকার ব্যবহার করেন তাহলে চ্যানেল আইয়ের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। 

চ্যানেল আই কি নিজের প্রতিষ্ঠানের স্টিকার এভাবে বিলিবন্টন করে? আর যদি চ্যানেল আইয়ে তারা নিয়মিত স্টাফ হন সেক্ষেত্রেও প্রশ্ন উঠে যে এই ধরনের ব্যক্তিরাই কি তাহলে চ্যানেল আইয়ের নির্মাতা? 

কিছুদিন আগে ঘটনা সত্য নামের একটি নাটক নিয়ে বিতর্ক উঠেছিল। সেই নাটকটি প্রথম প্রচারিত হয়েছিল চ্যানেল আইতে। সেই নাটকের বিতর্ক সুকৌশলে চ্যানেলে আই এড়িয়ে গিয়েছিল বটে কিন্তু এখন চয়নিকা চৌধুরীর গাড়িতে চ্যানেল আই কর্তৃপক্ষ কিভাবে এড়াবে সেটাই দেখার বিষয়।