দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে আয়োজিত সভায় ২০২০-২০২২ বর্ষের সাধারণ সম্পাদকের সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স। এতে আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ফুলবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের পাঠকৃত প্রতিবেদনের ওপর আলোচনা করেন জ্যেষ্ঠ সদস্য দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, জ্যেষ্ঠ সদস্য দৈনিক দেশ মা’র যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সহ-সভাপতি সাপ্তাহিক উত্তর কন্ঠ প্রতিনিধি মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক পত্রালাপ প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, সহ-সম্পাদক দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি হারুন উর রশীদ মাস্টার, সদস্য দৈনিক কালবেলা প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক রীতা রানী কানু, কার্যকরী সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, সাপ্তাহিক বালীঘাটা প্রতিনিধি সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, পরেশ গুপ্ত, দৈনিক এশিয়া বার্তা প্রতিনিধি কুদরত ই খোদা, দৈনিক নীলফামারী বার্তা প্রতিনিধি হিরেন্দ্র নাথ বর্মন, দৈনিক মাধুকর প্রতিনিধি ধীমান চন্দ্র সাহা, আলোকিত সীমান্ত প্রতিনিধি সুখিল কুমার চৌধুরী, হিলি বার্তা প্রতিনিধি তারেক ইসলাম, দৈনিক জনমত প্রতিনিধি শহিদুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি খোরশেদ আলম সরকার, নুরে আলম সিদ্দিকী, দৈনিক দেশ মা প্রকাশক রাজু কুমার গুপ্ত প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের ব্যাপক আলোচনান্তে ২০২০-২০২২ বর্ষের আয়-ব্যয়ের হিসাব এবং একটি বিশেষ সাধারণ সভাসহ কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা তিনটি ও ১৩টি নৈমিত্তিক সভার গৃহিত সকল সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।