দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা ও হেরোইন বেচাকেনার সময় ৩ জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। জব্দ করা হয়েছে ২০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
বুধবার (১৮ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজারের নুরপুরগামী রাস্তা থেকে তাদেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে।
আটককৃত আসামীরা হলেন, ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মৃত চাঁন মিয়া মন্ডলের ছেলে শাহিন হোসেন (৪৫), নারায়নপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৭) ও নুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে পাপ্পু মিয়া (২৫)।
মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধায় পুলিশ খবর পায় রানীগঞ্জ বাজারের একটি রাস্তার উপর মিজানুর রহমান নামে এক ব্যক্তির ওয়ার্কশপের দোকানের সামনে মাদক কেনাবেচা হচ্ছে। পরে থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে পুলিশ তিনজনকে আটক করে। আটক শাহিন হোসেনের দেহ তল্লাশী করলে তার প্যান্টের পকেটের ভিতর থেকে ইয়াবা ও হেরোইন পাওয়া যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, তিনজনকে আটকের পর এক নাম্বার আসামী শাহিন আমাদেরকে জানায় যে তারা তিনজন যোগসাজসে মাদকের ব্যবসা করে। গ্রেফতার শাহিন এবং রফিকুলের বিরুদ্ধে পূর্বেরও মাদকের মামলা চলমান আছে। গ্রেফতার আসামীদেরকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।