Can't found in the image content. মধুপুরে সরিষা চাষে ঝুকছে কৃষক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মধুপুরে সরিষা চাষে ঝুকছে কৃষক

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ১৯, ২০২৩

মধুপুরে সরিষা চাষে ঝুকছে কৃষক
চারদিকের দিগন্তজোড়া মাঠে দুলছে সরিষার হলুদ ফুল। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে পুরো এলাকা। মৌ মাছি’র গুন গুন শব্দে মুখরতি পুরো মাঠ। সেই সাথে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা। এরকম চিত্রই ফুটে উঠেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার সরিষার মাঠ গুলোতে। চলতি রবি মৌসুমে উপজেলায় সরিষা চাষে ব্যাপক ফলন হয়েছে। গাছ ও সরিষা দানা’র ফলন দেখে খুশি কৃষক ও কৃষাণীরা। 

সরিষার ভালো ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন এ অঞ্চলের  কৃষকরা। এ মৌসুমে সরিষার চাষ ভালো হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় মৌচাষিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় শুরু হয়েছে মাঠে সরিষা কর্তন করে ফসল ঘরে তোলার কাজ।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ উপজেলায় চলতি মৌসুমে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৬ শত হেক্টর জমিতে তা অর্জিত হয়ে অতিরিক্ত ১ শত হেক্টর পেরিয়ে ৭২০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষার ফলন বাড়াতে কৃষকদের মাঝে মৌসুমের শুরুতে বিএডিসি কর্তৃক উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ সরবরাহ করা হয়েছে। 

এছাড়া কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। উন্নত ফলনশীল জাতের বারী-১৪ বিনা- ৪, টরি-৭ জাতের সরিষার চাষ সহ স্থানীয় বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে। 

উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী গ্রামের সরিষা চাষী আ: কদ্দুস তিনি ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। ইতিমধ্যে ১ বিঘা সরিষা কর্তন শুরু করেছেন। বাকী সরিষা দু’চারদিনের মধ্যে কাটা শুরু করবেন। এ বছর সরিষার ফলন ভালো হয়েছে। যদি দাম ভালো থাকে তাহলে লাভবান হতে পারবে বলেও জানান। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল-মামুন রাসেল জানান, লক্ষমাত্রা ছাড়িয়ে এ বছর ৭২০ হেক্টর  জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। ফলন ভালো হলে বিঘা প্রতি জমিতে ৫ থেকে ৬ মন সরিষা ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সকল ধরণের  পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো ধরনের ক্ষতি না হলে মধুপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।