চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে হেলমেট বিহীন এবং উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল ৬ জন আরোহীকে জরিমানা করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) উপজেলার বড়তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।
অভিযানে ৬জন মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট না থাকায় বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়। ব্যাস্ততম সড়কের পাশে গাড়ি পার্ক করায় গাড়ির চালকদেরকে যত্রতত্র গাড়ি পার্ক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মোবাইল কোর্ট চলাকালে সড়কের ফুটপাত দখল করে পণ্যসামগ্রী বিক্রেতাদেরকে সরিয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় মিরসরাই থানা পুলিশ, আনসার এবং উপজেলা প্রশাসনের বিশেষায়িত দল সার্বিক সহযোগিতা করেন।
নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জরিমানার পাশাপাশি বিভিন্ন অপরাধের দায়ে ৬টি মামলা করা হয়েছে। এছাড়াও অনেককে সতর্ক করা হয় এবং জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।