Can't found in the image content. ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ১৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায়  স্কুল পড়ুয়া তরুণীর দুই দিন ধরে প্রেমিক সাইমন সাইদুর বাড়িতে অনশন করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায় আবুল হোসেনের ছেলে সাইমন সাইদুরের সাথে তরুণীর  দীর্ঘ ২ বছর ধরে প্রেমের সম্পর্কে জড়ায় প্রেমিক সাইমন সাইদুর সাথে।

এ বিষয়ে তরুণী বলে, বিয়ের কথা বললে প্রেমিক  বিয়ে করতে টালবাহানা করে। উপায় না পেয়ে  শুক্রবার সন্ধ্যা থেকে  প্রেমিক সাইমন সাইদুর রহমানের  বাড়িতে চলে আসি।

পলাতক অভিযুক্ত প্রেমিক সাইমন সাইদুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

অভিযুক্ত প্রেমিক সাইমন সাইদুরের পিতা আবুল হোসেনের মোবাইলে যোগাযোগ করলে সংবাদকর্মীর পরিচয় পাওয়া মাত্র মোবাইল কেটে দেন।

স্থানীয় ইউপি সদস্য বিশ্ব নাথ বলেন, বিয়ের দাবিতে অনশনের বিষয় শুনে আমি ঘটনা স্থলে গিয়েছিলাম এবং চেয়ারম্যান মহোদয়কে অবগত করছি কিন্তু অভিযুক্ত প্রেমিক এবং তার পিতা পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের বিষয়টা শুনেছি কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত প্রেমিক ও তার পিতা আবুল হোসেনকে পাওয়া যায়নি।