ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

রাত পোহালেই মডেল মসজিদের উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ১৫, ২০২৩

রাত পোহালেই মডেল মসজিদের উদ্বোধন
রাত পোহালেই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সরাসরি উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার করার লক্ষ্যে সাটুরিয়া উপজেলা প্রশাসন ব্যাপক আয়োজন করেছেন।

মডেল মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছে। 

সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে মূল গেটের সামনে ১১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যায়ে মডেল মসজিদ নির্মিত হয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রী সোমবার সকাল ১০ টার সময় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে সাটুরিয়ার গন্যমান্য ব্যাক্তি, সামাজিক ব্যাক্তিত্ব, রাজনৈতিক নের্তৃবন্দ, ইমাম, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতি উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে।

নির্মানকারী প্রতিষ্ঠান মের্সাস অন্যান্যা এন্টারপ্রাইজ জানান, নিচ তালায় থাকছে ইমাম টেনিং সেন্টার ও মৃত ব্যাক্তির গোছলের স্থান, বুকসেল স্টোর, ডাইনিং কিসেন ও কন্টোল রুম। দ্বিতীয় তালায় প্রায় ১ হাজার মানুষের নামাজের স্থান করা হয়েছে। একটি সভাকক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর রুমসহ হিসাব রক্ষকের রুম করা হয়েছে। তৃতীয় তালায় রয়েছে, গেস্ট রুম, জেলারেল স্টাফ রুম, ইসলামিক রির্সোট সেন্টার। শিক্ষক ইমাম মোয়াজ্জেম ও খাদেমের জন্য রাখা হয়েছে আলাদা আলাদা রুম। এছাড়া মহিলাদের নামাজের জন্য আলাদা জায়গা ও মক্তব এবং হেফজুখানা। 

সাটুরিয়ার ইউএনও শারমিন আরা বলেন, ইতিমধ্যেই মডেল মসজিদের জন্য একজন ইমাম, একজন মোয়াজ্জেম ও দুইজন খাদেম নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃত ব্যাক্তিদের জঙ্গী সংশ্লিষ্টতা আছে কিনা তা পুলিশি তদন্ত শেষে নিয়োগ চুরান্ত করা হয়েছে। তিনি বলেন, এ মডেল মসজিদটি নির্মাণের পর থেকে সাটুরিয়া উপজেলার চিত্রই পাল্টে গেছে। তিনি উপজেলার প্রতিটি এলাকার মানুষদের মডেল মসজিদে নামাজ পড়ার জন্য আহবান করেছেন।