ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ করায় মাঝ পদ্মা নদীতে দু-একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, সকালের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, কুয়াশার তীব্রতা কমে আসলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।