দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন,ছয়টি বেলচা,তিনটি রেন্জ,দুটি কোদাল সহ মেশিনের হাতল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের বারাইপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান চালিয়ে এসব জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
অভিযানে তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী সহ ফুলবাড়ী থানা পুলিশ,গ্রাম পুলিশ ও আনছার সদস্য গণ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম জানান, খয়েরবাড়ী ইউনিয়নের বারাইপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে রাত ১১টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু তোলার কাজে ব্যাবহৃত একটি ড্রেজার মেশিন সহ অন্যন্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারিরা পালিয়ে গেছে। তিনি বলেন, বিধি মোতাবেক জব্দকৃত মালাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে, সরকারী কোষাগারে জমা করা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।