ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সিলিন্ডার লিকেজ, মায়ের সামনে মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জানুয়ারী ১৩, ২০২৩

সিলিন্ডার লিকেজ, মায়ের সামনে মেয়ের মৃত্যু
সাভারে রান্নাঘরের সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের সামনে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের মেয়ের।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দলনেতা মো. মনোয়ার হোসেন।

নিহত শিশু সাদিয়া (৭) গাইবান্ধার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সাইদুল ইসলাম ঢাকায় রিকশা চালাতেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, শিশুটির মা দুপুরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় শিশু সাদিয়া রুমের ভেতর খাটের ওপর খেলছিল। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের তীব্রতায় ঘরের ভেতর কেউ ঢুকতে না পারায় সাদিয়া সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে। তারা আবেদন দিলে সে ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।