দিনাজপুরের ফুলবাড়ীতে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট,ভলিবল,দৌড়,চাকতি নিক্ষেপ,দির্ঘলম্ফ সহ ৪৮টি ইভেন্টে অংশ গ্রহন করেন, যা চারদিন ব্যাপী চলে।
বৃহস্পতিবার (১১জানুয়ারী ) বিকেলে সুজাপুর মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি খেলা শেষে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হতে সনদ ও পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যিমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, সুজাপুর মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তি,উপজেলা একাডেমি সুপারভাইজার মো.শফিকুল ইসলাম, সিদ্দিশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগণ। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ।