ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি।
জানা গেছে, কয়েকদিন বিরতির পর বুধবার রাতে নদীতে আবারও কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে এর তীব্রতা বাড়লে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ কারণে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এসময় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে আটকা শাহ মখদুম ও খানজাহান আলী নামে দুটি ফেরি পড়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।