Can't found in the image content.
বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১৮, ২০২১
করোনা
মহামারির মধ্যে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল। মহামারির বিধিনিষেধের পর হল খুলে দেওয়া
হলে সম্প্রতি কয়েকটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে একটি সিনেমাও দর্শক সাড়া পায়নি। সামাজিক
যোগাযোগমাধ্যমে কয়েকটি সিনেমা নিয়ে ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেলেও প্রেক্ষাগৃহের
চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই তালিকায় যুক্ত হয়েছে ওপার বাংলার সিনেমা ‘বাজি’।
জিৎ-মিমি
চক্রবর্তী অভিনীত ভারতীয় এই বাংলা সিনেমা শুক্রবার (সাফটা চুক্তি) মাধ্যমে ৪৪টি সিনেমা
হলে মুক্তি পেয়েছে। পূজায় মুক্তি পেলেও সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ নেই। হলে দর্শক
উপস্থিতি দেখে হতাশ হচ্ছেন হল মালিকরা।
রাজধানীর
শ্যামলী হলের ম্যানেজার হাসান বলেন, ‘বাজি সিনেমাও বাজিমাত করতে পারলো না। দর্শক উপস্থিতি
কম। গত সপ্তাহে ‘পদ্মাপুরাণ’ চালিয়েছিলাম। সিনেমাটি ভালো কিন্তু দর্শক
সাড়া পাইনি। কখনও পাঁচ-সাতজন, কখনও বিশ-ত্রিশজন দর্শক নিয়ে শো চালাতে হয়েছে। এতে খরচ
পোষায়? লোকশান গুনতে হয়েছে। ভেবেছিলাম ‘বাজী’ সিনেমাটি চলবে, সেটাও ভালো যাচ্ছে না।’
দীর্ঘ
১৯ মাস পর গতকাল ঢাকার ‘মধুমিতা’ প্রেক্ষাগৃহ খুলেছে। হলটির মালিক ইফতেখার
উদ্দীন নওশাদ বলেন, ‘যতোটা আশা করেছিলাম ঠিক ততোটা হয়নি। দীর্ঘদিন পর এই প্রেক্ষাগৃহ
খুললো। দর্শকদের অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। গতকাল নিজেই হলে উপস্থিত ছিলাম। মোটামুটি
দর্শক এসেছে। ভালো সিনেমা হলে আরো মানুষ আসবে বলে মনে হয়।`
দুর্গাপূজায়
কলকাতায় `বাজি` মুক্তি পেয়েছে। বাংলাদেশের মুক্তি পাওয়ার পর অনেক দর্শক বলছেন, এটি
তেলেগু সিনেমা `নান্নাকু প্রেমাথো`র কপি।