Can't found in the image content. গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো যারা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো যারা

বিনোদন ডেস্ক | আপডেট: বুধবার, জানুয়ারী ১১, ২০২৩

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো যারা
বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩’ ঘোষণা হয়েছে। স্বীকৃতি জানানো হয়েছে গত বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে। 

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৮০তম গোল্ডেন গ্লোব বিজয়ীর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক। 

শ্রেষ্ঠ চলচ্চিত্র (ড্রামা)
দ্য ফেবেলম্যানস

শ্রেষ্ঠ চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি)
দ্য বনশিস অব ইনশারিন

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা)
কেট ব্ল্যানচেট 

সিনেমায় সেরা মৌলিক গান
‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’

শ্রেষ্ঠ ড্রামা সিরিজ
হাউজ অব দ্য ড্রাগন

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
স্টিভেন স্পিলবার্গ

ইংরেজি ভাষার বাঈরে শ্রেষ্ঠ চলচ্চিত্র 
আর্জেন্টিনা, ১৯৮৫

শ্রেষ্ঠ চলচ্চিত অভিনেতা (ড্রামা)
অস্টিন বাটলার

শ্রেষ্ঠ এনিমেশন ফিল্ম
গিলারমো ডেল টরোস পিনোচিও

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি)
মিশেল ইয়োহ

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (মিউজিক্যাল/কমেডি)
কলিন ফারেল