বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের ভুলের কথা হয়তো চিন্তাও করতে পারেন না শুভাকাঙ্ক্ষীরা। তবুও এমনটাই হয়েছে সিনিয়র বচ্চনের। নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু কী ভুলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো বিগ বি-কে?
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ প্রতিদিনই কিছু না কিছু টুইট করেন। আকর্ষণীয় বিষয় হচ্ছে—প্রতিটি পোস্টের সঙ্গে নম্বর যোগ করেন অভিনেতা। একে ‘টি নম্বর’ বলা হয়।
বর্ষীয়ান এই অভিনেতা টুইটারে টুইটের সময় এই ‘টি নম্বর’-এ ওলোট-পাল্ট করেছেন। পরপর নম্বর দিতে গিয়ে ভুল করেছেন তিনি। এ কারণে সব ভুল উল্লেখ করে ক্ষমা চান বলি তারকা।
অভিনেতা এক পোস্টে লেখেন, ‘টি ৪৫১৪-এর পর সব নম্বর ভুল হয়েছে। এটা একটা বিরাট ভুল। হওয়া উচিত ছিল টি ৪৫১৫... কিন্তু না, তারপর থেকে সব নম্বর ভুল বসেছে। টি ৫৪২৪ থেকে ৫৪৩০ সবগুলো ভুল। হওয়া উচিত টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭ এরকম। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
এই তারকা একটি নির্দিষ্ট নিয়ম মেনে পোস্ট করেন টুইটারে। সেখানেই ভুল করেছেন তিনি। এ কারণে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন।