ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

রোহিঙ্গা ক্যাম্পে মাঝি খুন

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ৮, ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পে মাঝি খুন

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালী ক্যাম্পে রোহিঙ্গা মাঝিকে খুন করেছে দুর্বৃত্তরা। তার নাম রশিদ আহমদ (৩৬)।

শনিবার রাত ১২ টার দিকে এসব তথ্য জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

নিহত রশিদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন-শনিবার সন্ধ্যা সাতটার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫,  ভিকটিম রশিদ আহমদ (ব্লক হেড মাঝি) এর দ্বিতীয় স্ত্রী জেসমিন আরা এর শেড নং-৮৫৮ এর ভিতরে অজ্ঞাতনামা ২/৩ জন দুষ্কৃতকারী সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে  ভিকটিম রশদ আহমদ কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ঘটনাস্থলে থাকা উখিয়া থানার উপ-পরিদর্শক ওলিউর রহমান বলেন, এমএসএফ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। ছুরিকাঘাতে ভিকটিমের এর বুকের ডান পাশে, পেটে,  তল পেটে,  ডান কানের লতিতে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে গিয়ে জখম তৈরি হয়। মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।