সারাদেশের চোরাচালানকৃত পণ্য উদ্ধারে ভালো ফলাফল ও চোরাচালান প্রতিরোধে ২য় স্থান অধিকার করেছে নেত্রকোণা জেলা পুলিশ। তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে জেলার সাধারণ নাগরিক।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড মাঠে ২০২২ সালে চোরাচালান 'খ' ক্যাটাগরিতে এই অর্জনের জন্য নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
এসম্পর্কে নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণা জেলার এই কৃতিত্ব জেলা পুলিশের সকল অফিসার ফোর্স ও নেত্রকোণা সকল সচেতন সম্মানিত জনসাধারণের আন্তরিকতার জন্য সম্ভব হয়েছে। এই কৃতিত্বের অধিকারী আমার সকল অফিসার-ফোর্স ও নেত্রকোণা।
এসময় তিনি জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান ও মাদকমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।