কোনোভাবেই শেষ হচ্ছে না রাজ-পরীর বিচ্ছেদ ইস্যু। বারবার সামনে আসছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে একেবারে হইচই ফেলে দিয়েছে তারকা এই দম্পতি। স্ট্যাটাসের পর স্ট্যাটাস এবং পাল্টাপাল্টি বিবৃতি চলছে। তবে বিচ্ছেদ কেউ ঠেকাতে পারবে না বলেই মনে হচ্ছে। এমনকি রাজ নিজেও বলেছেন এই সমস্যা ঠিক হবে না। এসবের ভিড়ে সামনে এসেছে আরেকটি কমেন্ট।
পরী মণি যাকে ‘মম’ বা ‘মা’ বলে ডাকে সেই চয়নিকা চৌধুরী একটি কমেন্ট করেছেন পরী মণির স্ট্যাটাসে। রবিবার এক পোস্টে পরী বলেছিলেন তিনি সংবাদ সম্মেলন করবেন কিন্তু পরবর্তীতে সে আরেকটি পোস্ট করে বিষয়টি পরিষ্কার করে দেন তিনি। এই স্ট্যাটাসে মন্তব্য করেন চয়নিকা চৌধুরি। সেখানে তিনি লিখেন, ‘ইউ আর দা ফাইটার মা সঠিক হয়ে যাবে’।
চিত্রনায়িকা পরী মনি ছোটবেলায় মা হারিয়েছেন। নানার কাছে বেড়ে ওঠা পরী মিডিয়া জগতে আসার পর চয়নিকাকে মম বলে ডাকেন। চয়নিকাও তাকে মেয়ের মতো স্নেহ করেন। নিয়মিত খোঁজ নেন।