Can't found in the image content. কুড়িগ্রামে বিদেশি মদসহ নারী গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

কুড়িগ্রামে বিদেশি মদসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ৩, ২০২৩

কুড়িগ্রামে বিদেশি মদসহ নারী গ্রেফতার
কুড়িগ্রামে ১০১ বোতল ভারতীয় মদসহ সালমা বেগম (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার  রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালমা ওই গ্রামের শহীদের স্ত্রী।

মঙ্গলবার  মামলা দিয়ে আদালতের মাধ্যমে আসামিকে  জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন  বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের  ভিত্তিতে রৌমারী উপজেলার  চর শৌলমারী ইউনিয়নের মাদক কারবারি সালমা বেগমের (২৯) বসতবাড়ি থেকে ১০১ বোতল অফিসার চয়েস মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
 কুড়িগ্রাম জেলাকে  মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।