Can't found in the image content. পাঁচবিবিতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের ধানের পালা, অর্ধলক্ষ টাকার ক্ষতি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

পাঁচবিবিতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের ধানের পালা, অর্ধলক্ষ টাকার ক্ষতি

মোস্তাকিম হোসেন, পাঁচবিবি প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ৩, ২০২৩

পাঁচবিবিতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের ধানের পালা, অর্ধলক্ষ টাকার ক্ষতি
জয়পুরহাটের পাঁচবিবিতে  দুর্বৃত্তদের আগুনে পুড়লো এক কৃষকের ধানের পালা। ওই কৃষকের ৩ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।এতে কৃষকের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. আবুল ফিরোজ।

এলাকাবাসী ও ফিরোজ জানায়, মঙ্গলবার ভোর রাতে বাড়ীর পার্শ্বে রাখা ৩ বিঘা জমির ধানের পালায় কে বা কাহারা শত্রুতামূলক ভাবে আগুন লেগে দেয়।ভোর ৪ টার দিকে ধানের পোড়া গন্ধ পেয়ে বাড়ী থেকে বের হয়ে ধানের পালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন,এই ন্যাক্কার জনক ঘটনা যেই করুক না কেন তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার।