ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফোয়াদ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, অক্টোবর ১৩, ২০২১

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফোয়াদ গ্রেপ্তার
বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক যুবলীগ নেতা এ এইচ এম ফোয়াদকে গ্রেপ্তার করছে ফরিদপুর জেলা পুলিশ। তিনি সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার রাতে তাঁকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলাসহ হামলা-ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে। 

মানি লন্ডারিং মামলার আসামি হওয়ার পর পর তাঁকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়। 

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাঁকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, মানি লন্ডারিং মামলাসহ আটটি মামলার আসামি ফোয়াদ। তাঁর নামে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকৃত ফোয়াদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।