সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ অনুর্ধ-১৭ যুব গেমস শুরু হয়েছে। সোমবার দুপুরে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, সদর ইউএনও মো. রাসেদুল হাসান, পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান,ক্রীড়া ব্যক্তিত্ব রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।
যুব গেমসে ফুটবল, ভলিবল, অ্যাথলেটিকস, সাঁতার, দাবা, ব্যাডমিন্টনসহ ৬টি বিষয়ে খেলায় উপজেলা পর্যায়ে উদিয়মান তরুন তরুণীরা অংশগ্রহন করছে। প্রথম দিন ৯উপজেলা থেকে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ফুটবলে কুড়িগ্রাম যুব দল উলিপুর যুব দলকে ৩-০ গোলে পরাজিত করে। অপরদিকে ভলিবলে উলিপুর যুব দল কুড়িগ্রাম যুব দলকে ২-০ সেটে পরাজিত করে। ৬দিন ব্যাপী প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে ৫২জন যুব ক্রীড়াবিদ অংশগ্রহন করবে।