Can't found in the image content. গত বছরে নেওয়া শিক্ষা এ বছর কাজে লাগাব: জয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গত বছরে নেওয়া শিক্ষা এ বছর কাজে লাগাব: জয়া

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, জানুয়ারী ১, ২০২৩

গত বছরে নেওয়া শিক্ষা এ বছর কাজে লাগাব: জয়া
গেল বছরটা যেভাবেই যাক না কেন পুরনো ব্যথা-বেদনা ভুলে নতুন আশায় বুক বাঁধার হিসাব কষছেন অনেকেই। তারকাদের মধ্যেও চলছে নানা জ্যামিতিক হিসাব। বিগত বছর ঢাকা ও কলকাতার কাজ নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে জয়া আহসানের। 

জয়া বললেন, নানা ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল একটি বছর।  এই এক বছরের হিসাবনিকাশ করতে বসলে দেখা যাবে, অপ্রত্যাশিত অনেক কিছুইপেয়েছি, আবার অনেক কিছু হাতে ধরা দেয়নি; যা নিয়ে আশার জাল বুনেছিলাম। এটাই নিয়ম; যে নিয়মে জীবন প্রবাহ চলতে থাকে। তার চেয়ে বড় বিষয়, ফেলে আসা সময় অনেক কিছুই শিখিয়ে দিয়েছে।'

নতুন বছরের প্রত্যাশা জানিয়েদুই বংলার জনপ্রিয় এই অভিনেত্রী বললেন, 'ইংরেজি নতুন বছরে আমার এটাই চাওয়া, ফেলা আসা দিনগুলোয় যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক- এই প্রত্যাশা সবসময়ের।'