Can't found in the image content. চুমু দিয়ে বছর শুরু শুভশ্রীর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

চুমু দিয়ে বছর শুরু শুভশ্রীর

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, জানুয়ারী ১, ২০২৩

চুমু দিয়ে বছর শুরু শুভশ্রীর
নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সারা বিশ্ব। নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক তারকাই নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। 

এ ছবিতে দেখা যায়, শুভশ্রীর পরনে লাল রঙের গাউন ও সাদা রঙের স্নিকার্স। তার স্বামী রাজ চক্রবর্তী জিন্সের সঙ্গে পরেছেন কালো রঙের জ্যাকেট। পরস্পরকে জড়িয়ে ধরে গভীর চুম্বন এঁকেছেন তারা। এ ছবির ব্যকগ্রাউন্ডে আগ্নিশিখা দিয়ে লেখা ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৩’। 

স্বামীকে চুমু দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। ক্যাপশনে তিনি লিখেছেন— ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা।’ তারপর থেকে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই নায়িকা।

প্রায়ই স্বামী রাজের সঙ্গে তোলা রোমান্টিক ছবি নেটমাধ্যমে শেয়ার করেন শুভশ্রী। তাদের রোমান্স নজর কাড়ে নেটিজেনদের। যেকোনো অনুষ্ঠানে পারিবারের সঙ্গে বা ঘরোয়াভাবে কাটাতে দেখা যায় রাজ-শুভশ্রীকে।  

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। 

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর।