Can't found in the image content. এবার আনন্দবাজারকে এক হাত নিলেন তসলিমা নাসরিন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এবার আনন্দবাজারকে এক হাত নিলেন তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, জানুয়ারী ১, ২০২৩

এবার আনন্দবাজারকে এক হাত নিলেন তসলিমা নাসরিন
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন ঢালিউড তারকা পরীমনি। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের নিউজের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ ক্ষেভ প্রকাশ করেন।

তসলিমা নাসরিন প্রশ্ন করেন, একাধিক বিয়ে নিয়ে কুৎসিত কটাক্ষ করাই মিডিয়ার উদ্দেশ্য?



পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-

‘মিডিয়ার চরিত্র নিয়ে একটা বই লেখা যায়। সত্যিই, যায়। আমার জীবনের সঙ্গে নায়িকা পরীমনির জীবনের মিল আছে বলাতে ভীষণ এক বিদ্রুপের শিকার হচ্ছি। জীবনের মিল আছে উল্লেখ করে আমি যা বলেছি তা হলো, পরীমনি আমার মতোই সৎ, সরল, এবং সংবেদনশীল। আমরা মানুষকে বিশ্বাস করি, ঠকি, আবার বিশ্বাস করি। কিন্তু মিডিয়া কী হেডলাইন করলো? করলো, পরীমনির পঞ্চম বারের মতো বিবাহ ভেঙেছে। পরীমনির সঙ্গে সেজন্যই নাকি নিজের জীবনের মিল খুঁজে পেয়েছি আমি। সততা, সরলতা, সংবেদনশীলতা, এক্সপ্লয়েটেড হওয়া, আঘাত পাওয়া…. এসবের ধারে কাছে না গিয়ে একাধিক বিয়ে নিয়ে কুৎসিত কটাক্ষ করাই মিডিয়ার উদ্দেশ্য।’

তসলিমা নাসরিন লেখেন, ‘কিছুদিন আগে অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো অতটা প্রতিভাবান নন তিনি, এটি বলার পর অভিষেক আমার বক্তব্য স্বীকার করে নিলেন, কিন্তু এই নিয়ে মিডিয়া উন্মাদ হয়ে গেলো। লিখে দিলো আমি নাকি বচ্চন পরিবারের দিকে তীর ছুঁড়েছি। আমি নাকি অমিতাভ এবং অভিষেকের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র করেছি। অভিষেক নাকি মোক্ষম উত্তর দিয়েছে, আমাকে নাকি ধরাশায়ী করেছে।’

তিনি আরও বলেন, ‘মিডিয়ার মত হলো আমি অভিষেকের চেয়ে অমিতাভ প্রতিভাবান বলে খুব ভুল করেছি, খুব অন্যায় করেছি, মস্ত বড় অপরাধ করেছি। তাহলে মিডিয়া কি বিশ্বাস করে অমিতাভের চেয়ে অভিষেক প্রতিভাবান? আমি কোথায় ভুল করেছি তা না দেখিয়ে দিয়ে কেবল ভুল ভুল বলে চিৎকার করার উদ্দেশ্য তো তাহলে তামাশা দেখাতে লোক জড়ো করা!’

‘মিডিয়ার চরিত্র হাতে গোনা কিছু লোক জানে, কিন্তু অধিকাংশ যারা জানে না, তারা তো রীতিমতো তাদের এ টু জেড বিশ্বাস করে বসে থাকে’, যোগ করেন তসলিমা নাসরিন।

এর আগে শনিবার আনন্দবাজার পত্রিকা শিরোনাম করে, ‘ওর জীবনটা আমার মতো, পরীমণির পঞ্চম বার বিবাহবিচ্ছেদে মন্তব্য তসলিমা নাসরিনের’। এতে বলা হয়, বছরের শেষ দিনে নিজের বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দেন বাংলাদেশের বহুল চর্চিত অভিনেত্রী পরীমনি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বারের জন্য ঘর বাঁধেন তিনি। বিয়ে হলো, ছেলে রাজ্যের আগমন হলো সংসারে। কিন্তু এর মাঝেই এমন কী হল যে, রাজের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী! সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে সে দেশে। এ বার পরীমনির সমব্যথী জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।'