Can't found in the image content. অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রণবীরকে ধরেছিলেন দীপিকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রণবীরকে ধরেছিলেন দীপিকা

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২

অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রণবীরকে ধরেছিলেন দীপিকা
দীপিকা পাড়ুকোন বর্তমানে একপ্রকার চুটিয়ে সংসার করছেন রণবীর সিং-এর সঙ্গে। তবে একটা সময় ছিল যখন, রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা ছিল তুঙ্গে।

কেবল জল্পনাই নয়, প্রকাশ্যে বারে-বারে তাঁদের একে অপরের সঙ্গে দেখা গিয়েছে টিনসেল টাউনে। একে অন্যের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন তাঁরা। টানা সাত বছর তবে হঠাৎই ঘটে ছন্দপতন।

দীপিকা পাড়ুকোন মুখ খোলেন তাঁদের সম্পর্কে বিচ্ছেদ নিয়ে। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি স্পষ্ট রণবীরকে প্রতারক বলে কটাক্ষ করতে ছাড়েন না। রীতিমত অবসাদে এই সময় ডুবেছিলেন দীপিকা পাড়ুকোন।

জানিয়েছিলেন সম্পর্কের উপর থেকে তাঁর বিশ্বাস উঠে গিয়েছে। তবে লোকের কথা শুনে নয়, রীতিমতো হাতে-নাতে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রণবীরকে ধরেছিলেন দীপিকা পাড়ুকোন।

দীপিকার কথায় এই ঘটনায় তাঁকে এ সম্পর্ক থেকে ধীরে ধীরে ধীরে সরে যেতে সাহায্য করেছিল। তারপর দীর্ঘদিন তাঁদের কোন কথা ছিল না, একে অপরের মুখও দেখতেন না তাঁরা।

দু’বছরের বিরতির পর অবশেষে দীপিকার জীবনে আসেন রণবীর সিং। তারপর থেকে সবটাই স্বাভাবিক হয়ে যায়। রণবীরের সঙ্গেও এখন ভাল সম্পর্ক দীপিকার। একসঙ্গে মাঝে মধ্যেই দেখা যায় তাঁদের।