ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা: এক বছর পর স্বামী গ্রেফতার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২

নেত্রকোণায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা: এক বছর পর স্বামী গ্রেফতার
নেত্রকোণার দুর্গাপুরে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে তবে পরে এটিকে আত্মহত্যার নাটক বলে চালিয়ে দেওয়ার এক বছর পর পুলিশের কাছে ধরা পড়লো ঘাতক স্বামী আব্দুল আলী (৩৫)। শুক্রবার তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করেছে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। এদিকে ২০২১ সালের ২৮ নভেম্বর দুর্গাপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধুর পারভীন আক্তা এর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১২ বছর আগে আব্দুল আলীর সাথে কলমাকান্দার পাঁচকাটা গ্রামের পারভিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে আসছিলো স্ত্রীকে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে পারভীনের পরিবার। সর্বশেষ ২০২১ সালের ২৮ নভেম্বর স্বামী বাড়ি থেকে পারভিন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

ঘটনার ১০ মাস এর অধিক সময় পর মৃত্যুর প্রকৃত কারণে আত্মহত্যা নয় বলে ময়না তদন্তের প্রতিবেদন জমা করেন নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার একরামুল হাসান। এরপর পরপরই গত বুধবার রাতে (২৮ ডিসেম্বর) নিহতের ভাই আব্দুস ছালাম বাদী হয়ে আব্দুল আলী সহ তিনজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দুর্গাপুর থানার একটি টিম দীর্ঘ এক বছর ধরে পালিয়ে থাকা আব্দুল আলীকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, আমরা মামলাটি দায়ের হওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সাহায্যে তার বর্তমান লোকেশন সনাক্ত করতে সক্ষম হই এবং তাকে আটকের জন্য দ্রুত একটি টিম নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় অভিযান চালাই। সে দীর্ঘদিন চৌদ্দগ্রাম এর লক্ষ্মীপুর গ্রামে গা ঢাকা দিয়ে ছিলো।