Can't found in the image content. জনদুর্ভোগ যাতে না হয় তাই আমরা পুলিশ মোতায়েন করেছি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জনদুর্ভোগ যাতে না হয় তাই আমরা পুলিশ মোতায়েন করেছি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২

জনদুর্ভোগ যাতে না হয় তাই আমরা পুলিশ মোতায়েন করেছি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার। ফাইল ছবি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। ঢাকা শহরে যেহেতু জামায়াতে ইসলামীকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি তারা কোথায় করবে আমরা তা জানি না।

দুপুরে পল্টন মোড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ যাতে না হয়, সে লক্ষ্যে আমরা ঢাকা শহরে পুলিশ মোতায়েন করেছি। আগামীকাল থার্টি ফার্স্ট নাইট আর আজ রাজনৈতিক বিভিন্ন দলের কর্মসূচি রয়েছে। সেই বিবেচনায় অন্য কোনো ঘটনা যেন না ঘটতে পারে সেই লক্ষ্যে আমরা পুলিশ মোতায়েন করেছি।