কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল (পুটিনবনিয়া) রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এ আগুন লাগে।
জানা গেছে, চাকমারকুলের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের ওয়্যার হাউস থেকে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘ক্যাম্পে আইওএমের ওয়্যার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।’
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।