Can't found in the image content. পাঁচ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

পাঁচ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২

পাঁচ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ফেরি শুরু হয়। 

এর আগে বুধবার সকাল ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ফেরি বন্ধ থাকায় ৫০ থেকে ৬০টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে দৌলতদিয়া ঘাটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন  জানায়, বুধবার ভোর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ রাখা হয়, পরে কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার সকাল ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।