Can't found in the image content. কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে ইকবাল হোসেন (৫২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল গাজীপুরের টঙ্গী এলাকার মিন্নত আলীর ছেলে। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, মেয়ের জামাইসহ সাতজনকে সঙ্গে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

সৈকতের লাইফগার্ড কর্মী মোহাম্মদ শুক্কুর জানান, দুপুর ১২ টার দিকে গোসলের সময় পানিতে ডুবে যান ইকবাল। পরে খবর পেয়ে তারা ও সৈকত কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ এখন কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।