Can't found in the image content. ববির আইটেম গান দেখে টাকা ফেরত চাইলেন দর্শক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ববির আইটেম গান দেখে টাকা ফেরত চাইলেন দর্শক

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

ববির আইটেম গান দেখে টাকা ফেরত চাইলেন দর্শক
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এই প্রথম কোনো সিনেমায় আইটেম গানে এসেছেন, তা নিয়ে উচ্ছ্বসিতও ছিলেন তিনি। তবে দর্শকের কাছ থেকে এসেছে ভিন্ন প্রতিক্রিয়া।

ইউটিউবে মুক্তি পাওয়া গানটি দেখে অনেকেই মন্তব্য করেছেন, তাদের ভালো লাগেনি। একজন আবার লিখেছেন, “এমবির টাকা ফেরত চাচ্ছি।”

মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার আইটেম গান ‘চালাও গুলি’ বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছে রোববার। মুক্তাদির মওলার লেখা ও মীর মাসুমের গাওয়া এই গানে নেচেছেন ববি।

কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহপ্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ব্ল্যাক ওয়ার মূলত মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তি। সিনেমাটি আসছে কপ ক্রিয়েশনের ব্যানারে।

এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় মিশন এক্সট্রিমের প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেয়া হয়। ব্ল্যাক ওয়ার মুক্তি পাবে ৬ জানুয়ারি।

প্রচারের অংশ হিসেবে পোস্টার ও টিজার মুক্তি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রোববার মুক্তি পায় সিনেমাটির আইটেম সং।

‘চালাও গুলি’ শিরোনামের গানটি ফেইসবুক ও ইউটিউবে তোলার পর কেউ কেউ প্রশংসা করলেও দর্শক প্রতিক্রিয়া বিরূপই দেখা যাচ্ছে।

বুবলির পেইজ থেকে শেয়ার করা ভিডিওর নিচে সাইফুল ইসলাম নামে এক দর্শক লিখেছেন, “আজ থেকে ১৫ বছর আগে সিনেমা হলে যেমন গান দেখতাম, তেমনি এই গানটা। কোনো বদল হয়নি। একই ক্যাটাগরিতে গান বানানো একই ডান্স, একই স্টাইল।”

কপ ক্রিয়েশনের ফেইসবুক আইডিতে প্রখর অর্ক নামে একজন লিখেছেন, “আগেরগুলো ভালো ছিল। বেশি তাড়াহুড়ো করে বানানো, লিরিক ভালো হয়নি।”
তারেক আল শান্ত লিখেছেন, “আইটেম সং বানাতে না পারলে বানানোর দরকারটা কী? এমন মুভিতে এরকম বস্তাপচা গান থাববে ভাবতেই গা গুলিয়ে আসছে।”

“এর থেকে ভালো গান তো বাপ্পি সায়মনদের সিনেমায় থাকে,” লিখেছেন রকি রাজ।
নকলের ইঙ্গিত দিয়ে রাইহান তাজীন ইউটিউবে লিখেছেন, “এরকম গান খুব সম্ভবত কলকাতায়ও আছে।”

এছাড়াও কথা, সুর, গায়কি, কোরিওগ্রাফি, পোশাক, অঙ্গভঙ্গি, নাচসহ গানের নানা প্রসঙ্গ ধরে সমালোচনা করেন দর্শক। জানান অপছন্দের কথা।


ববির গান দেখে দর্শকের মন্তব্য |

তবে ‘নাইস’, ‘সুপার’, ‘সেরা’, ‘আগুন’সহ এ ধরনের প্রশংসাসূচক মন্তব্যও কিছু এসেছে।

প্রথমবার আইটেম গানে নাচতে দ্বিধান্বিত ছিলেন ববি। তবে গানটি দেখে নিজে সন্তুষ্ট বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি।

ববি বলেন, “কনফিউজড ছিলাম করব কী করব না। সানী সারোয়ার ভাই বোঝালেন, পুষ্পা সিনেমায় সামান্থার আইটেম গানের উদাহরণ দিলেন। সেই গানটি আমারও খুব পছন্দের। সব মিলিয়ে ভেবে করে ফেললাম।”

এক রাতেই গানটির শুটিং শেষ করেছিলেন বলে জানান চিত্রনায়িকা।