Can't found in the image content. চিলমারীতে ৩কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

চিলমারীতে ৩কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২

চিলমারীতে ৩কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কুড়িগ্রামের চিলমারীতে তিন কেজি গাঁজা ও মোটর সাইকেল সহ  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামের চিলমারীতে রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের খেউনিপাড়া এলাকার হরিছড়ি জামেরতল ঘাটের কাঁচা রাস্তার উপরে মাদক বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে চিলমারী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা ও একটি  মোটর সাইকেল উদ্ধার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের সাইদুর ইসলামের ছেলে হামিদুল ইসলাম (২৩) ও নাগেশ্বরী উপজেলার বগুলারকুটি গ্রামের মমিনুল ইসলাম (২১)। 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (তদন্ত) মোশাহেদ খান বলেন,আটককৃতদের বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, চিলমারীতে জুয়া ও মাদক নির্মূলে থানা পুলিশের  অভিযান অব্যাহত থাকবে।