দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে জেঁকে বসতে শুরু করছে শীত। হিমেল বাতাসে কনকনে শীত জানান দিচ্ছে বাংলা ক্যালেন্ডারে শীতকাল পড়েছে।
দিনাজপুরে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। সেইসঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই জনপদ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছে, ক্রমান্বয়ে কমতে শুরু করেছে এই অঞ্চলের তাপমাত্রা। শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
এর আগের দিন বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, বুধবার ছিলো ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরসহ উত্তরের এই জনপদ। ঘন কুয়াশার কারণে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরে সূর্যের দেখা মিলেনি।
ঘন কুয়াশার কারণে মহাসড়কে দিনের বেলায়ও যানবাহন চলাচল করতে দেখা গেছে হেড লাইট জ্বালিয়ে।