ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

হবিগঞ্জে জেলা বিএনপি নেতার ভাই মুকুল স্বেচ্ছাসেবক লীগের নেতা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, অক্টোবর ১১, ২০২১

হবিগঞ্জে জেলা বিএনপি নেতার ভাই মুকুল স্বেচ্ছাসেবক লীগের নেতা
হবিগঞ্জ জেলা বিএনপি নেতা মুহাম্মদ আলী মুছা’র ভাই মুকুল জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্ভাবনাময় নেতা। গত ২৫শে সেপ্টেম্বর ১১ বছর পর অনুষ্টিত হয় হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। উক্ত সম্মেলনকে ঘিরে আনন্দ বিরাজ করে হবিগঞ্জ আওয়ামীলীগ এর তৃণমূল কর্মীদের মাঝে, সেই সাথে হতাশ ও হন অনেক তৃণমূল কর্মী। উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন এম  আবু জাহিরের ভাতিজা এবং জেলা বি এন পি নেতা মুহাম্মদ আলী মুছা’র ভাই সাদিকুর রহমান মুকুল।

এমপি কোটার বদৌলতে অনেক ত্যাগী নেতাদের পিছনে ফেলে কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত নেতাদের মন জয় করে নিয়েছেন বিএনপি নেতার ভাই সাদিকুর রহমান মুকুল । এ নিয়ে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেন অনেক ত্যাগী নেতা কর্মী । অভিযোগ আছে  ইচ্ছে মত সাদিকুর রহমান মুকুল নিজেকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দেন কিন্ত বাস্তবে এটার কোনো প্রমাণ নেই।

নিন্মে এমপি আবু জাহিরের পরিবারের পদ পদবীর তালিকা দেয়া হল ।

১. জেলা আওয়ামী লীগ সভাপতি -আবু জাহির এমপি। ২. জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক - আলেয়া জাহির আবু জাহিরের স্ত্রী। ৩. জেলা শ্রমিক লীগ সভাপতি - আরব আলী, আবু জাহির চাচাতো ভাই। ৪. জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক - আতাউর রহমান সেলিম, আবু জাহিরের ভাগ্নে। ৫. জেলা কৃষক লীগ সভাপতি,  হুমায়ুন কবির - আবু জাহিরের মামাতো ভাই । ৬. জেলা ছাত্রলীগের সভাপতি- সাইদুর রহমান, আবু জাহিরের ভাতিজা । ৭. হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক - ফাইজুর রহমান রবিন- আবু জাহিরের ভাতিজা। ৮. পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক - মোতাচ্ছিরুল ইসলাম,  আবু জাহিরের চাচাতো ভাই। ৯. সদর উপজেলা আওয়ামীগ ভারপ্রাপ্ত সভাপতি - এম এ মোতালিব , এমপি আবু জাহিরের মামাতো ভাই। ১০. সদর উপজেলা আওয়ামীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক -আব্দুর  রহমান , এমপি আবু জাহিরের চাচাতো ভাই

আওয়ামীলীগ এর অঙ্গসংগঠন গুলোর গুরুত্বপূর্ণ পদ পদবী ছাড়া ও প্রায় শতাধিক পদ পদবী দখল করে আছেন এমপি আবু জাহিরের পরিবার পরিজন। এছাড়া ও অভিযোগ আছে এমপি আবু জাহিরের ভাই ভাতিজারা শহরে  ছিনতাই  , চাঁদাবাজী,মাদক কারবার, মোটর সাইকেল চুর চক্রের নেতৃত্ব দিয়ে থাকেন। তার একাধিক ভাই ভাতিজা নানা চুরির মামলার চার্জশীট এবং ওয়ারেন্ট ভুক্ত আসামী তবু তারা চাচার ক্ষমতায় পুলিশের নাকের ডগায় করছেন বিচরণ।
সুত্র: বাংলা ইনসাইডার।