গোপালগঞ্জে জুয়েল মোল্যা (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরবর্তী সময় অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা সিটি হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আহত জুয়েল মোল্যা ওই গ্রামের মৃত লায়েক মোল্যার ছেলে।
জুয়েল মোল্লার স্ত্রী জুথী খানম বলেন, আমার স্বামী একজন বিকাশ ও ফ্লাক্সি লোড ব্যবসায়ী। বুধবার রাতে স্বামী কর্মস্থল থেকে বাড়িতে আসার পর প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি।
গভীর রাতে আমাদের ঘরের বাইরে লোকজনের সাড়াশব্দ টের পেয়ে আমার স্বামী ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল আমার স্বামীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এর পর সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা মুখোশ পরা ছিল, তাই তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, খবর পেয়ে ওই রাতেই ভিকটিমের বাড়িতে যায় পুলিশ। বিষয়টি তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।