Can't found in the image content. উরফিকে খুনের হুমকি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

উরফিকে খুনের হুমকি

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২

উরফিকে খুনের হুমকি
ভারতীয় মডেল-অভিনেত্রী উরফি জাভেদ কোনো না কোনো কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন। ক’দিন আগেই দুবাইয়ের রাস্তায় খোলামেলা ফটোশুটের কারণে আইনি ঝামেলায় পড়েন। এবার খুনের হুমকি দেয়া হয়েছে তাকে। সঙ্গে ধর্ষণের হুমকিও।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তি খুন ও ধর্ষণের হুমকি দেয় উরফিকে। তারপরই এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়।

সম্প্রতি হুমকিদাতার বিরুদ্ধে আইপিসির ইউ/এস ৩৫৪ (এ) ধারায় অর্থাৎ শারীরিক নির্যাতন, ৩৫৪ (ডি) স্টকিং করার অপরাধে, ৫০৯, ৫০৬ ধারায় মামলা করা হয়। একই সঙ্গে আইটি ধারাও জুড়ে দেয়া হয় মামলায়। এরপরই হুমকিদাতাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফ্যাশন ও স্টাইলিস্ট গার্ল উরফি এ বিষয়ে টুইটারে বিস্তারিত জানান। সেখানে তিনি লেখেন, ‘এই লোকটি প্রতিদিন ভিন্ন ভিন্ন নম্বর থেকে ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছিল আমায়। আমি যেহেতু দেশে নেই, এ কারণে কোনো অফিশিয়াল অভিযোগ করতে পারছি না। এ কারণে হুমকিদাতার ছবি সবার সঙ্গে শেয়ার করে নিলাম। তার ব্যাপারে সতর্ক করলাম সবাইকে।

আলোচিত এই মডেল ওই পোস্টে মুম্বাই পুলিশ ও মুম্বাই পুলিশের সিপিকে মেনশন করেন। পোস্টে হুমকিদাতার কুরুচিকর মেসেজের স্ক্রিনশটও জুড়ে দেন। তারপরই মুম্বাই পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় উরফির সঙ্গে।

প্রসঙ্গত, উরফিকে এর আগে একাধিক ধারাবাহিকসহ বিগ বসে দেখা গেছে। তবে ফ্যাশন ও পোশাকের কারণে সোশ্যালে প্রায় সময় সমালোচনায় থাকেন এই মডেল।