Can't found in the image content. রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২

রাজধানী ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২

প্রতীকী ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৭৯৮ ইয়াবা, ২৯ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৫ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।