Can't found in the image content. টেকনাফ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার- ২ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

টেকনাফ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার- ২

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২

টেকনাফ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার- ২
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাব-১৫ । ধৃত ব্যক্তিরা হচ্ছে- হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত মাস্টার সৈয়দ আহম্মদের পুত্র কাউসারুল ইসলাম (৩২) ও মৃত আফুলতুনের পুত্র মোঃ জসিম উদ্দিন (৩১)।

হোয়াইক্যং ক্যাম্পের র‌্যাব-১৫ এর সদস্যরা ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদ পেয়ে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল আবুল কাশেমের মুদি দোকানের সামনে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের  দেহ তল্লাশী করে কাউসারুল ইসলাম (৩২) ব্যক্তির হতে ৪০ হাজার পিস ইয়াবা এবং অপর ধৃত মোঃ জসিম উদ্দিন (৩১) ব্যক্তির নিকট হতে আরো ৪০ হাজার পিস ইয়াবাসহ মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ধৃতরা জানায়- র‌্যাব সদস্যরা পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।তারা ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। এসময়  ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। 

সংবাদের সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান- উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ব্যক্তিদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।