ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় যানবাহন চলাচল বন্ধ- এলাকাবাসীর ভোগান্তি

উপজেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২

চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় যানবাহন চলাচল বন্ধ- এলাকাবাসীর ভোগান্তি
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে নির্বাচনী প্রচারণা করার অভিযোগ উঠেছে উপনির্বাচনের নৌকা প্রার্থী মোসারফ হোসেন মুসার বিরুদ্ধে । এসময় প্রায় দেড় ঘন্টা ঐ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে। 

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটায় জামগড়া প্রাইমারী স্কুলের সামনের সড়কটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রেখে  প্রচারণা চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোসারফ হোসেন মুসার নির্বাচনী ক্যাম্প থাকার কথা তিনটি তবে এরচাইতে বেশি ক্যাম্প বসিয়ে প্রচারণার লোকবল দেখাতে পাশাপাশি  খিচুরী ভোজের আয়োজন করা হচ্ছে। 

জামগড়া প্রাইমারী স্কুলে সরেজমিনে  গিয়ে দেখা যায়, জামগড়া থেকে শাহজাহান মার্কেট এলাকায় যাওয়ার একমাত্র এই সড়কটিতে দেড় ঘন্টা যাবৎ প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য সকল ধরনের যানবাহন বন্ধ করে রেখে বিকেল সাড়ে পাঁচটার সময় উক্ত নৌকা প্রার্থীর লোকজন মিছিল নিয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশের আয়োজন করে ।

স্থানীয় ব্যবসায়ী বলেন, আমার শাহজাহান মার্কেট এলাকায় মুদি দোকান রয়েছে। বিকেল চারটার দিকে সড়ক দিয়ে প্রবেশ করতেই নৌকার প্রার্থীর গাড়ি বহরে  মালামালবাহী ভ্যান নিয়ে সড়কেই আটকা পড়ে থাকতে হয় তাকে। প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর গাড়ীগুলো সরে গেলে তিনি দোকানে পৌছাতে পারেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কটি অতন্ত্য গুরুত্বপূর্ণ। তবে সড়কটি সরু হওয়া একটি প্রাইভেটকার বা মাইক্রোবাস ঢুকলেই সমস্যা হয়। সেখানে ২৩ টি গাড়ী নিয়ে তারা সড়টিকে অবরোধ করে রেখেছেন। এমনকি গাড়িগুলো সড়কের মাঝ খানে রাখার কারনে কোন রিক্সা বা ভ্যান নিয়ে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। বাধ্য হয়েই পায়ে হেটে তারা বাড়িতে যাচ্ছেন। জনগণকে কষ্ট দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর কোন মানে হয় না।

এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন মুসার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নৌকা প্রার্থী মোসারফ হোসেন মুসার নির্বাচনী প্রচারণায় অনিয়মের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।