Can't found in the image content. শাবনূরের জন্মদিন আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শাবনূরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২

শাবনূরের জন্মদিন আজ
বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবনূরের জন্মদিন আজ। অনেক দিন হলো অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।

নতুন ছবিতে তাঁকে দেখার জন্য অপেক্ষায় ভক্তরা। অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, 'অস্ট্রেলিয়ায় ঘরোয়াভাবেই কাটবে এবারের জন্মদিন। একান্ত কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হতে পারে। গল্প-আড্ডা আর স্মৃতিচারণে কাটবে দারুণ সময়। একমাত্র সন্তান আইজানকে নিয়েই যত স্বপ্ন। তাকে সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।' 

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তাঁর পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দু'জনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। পরিচালক এহতেশামের হাত ধরে 'চাঁদনী রাতে' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের 'দুই নয়নের আলো' ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।