স্বাধীনতার ৫১ বছরে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে শহরের বলেশ্বর নদী তীর সংলগ্ন বধ্যভুমি স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর পরই বধ্যভুমি স্মৃতিসৌধে রাষ্ট্রের পক্ষেপূস্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি পর্যায়ক্রমে শ্রাদ্ধা নিবেদন করেন, জেলা অওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল, পৌরসভার পক্ষে মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, অধ্যক্ষ প্রফেসর আলী আজম, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি সহ উদীচী শিল্পীগোষ্ঠী, পিরোজপুর প্রেসক্লাব, টেলিভিষন জার্ণালিষ্ট এসেসিয়েশান, জেলা বিএনপি, ছাত্রলীগ-যুবলীগ, স্বেচাছসেবক লীগ সহ সর্বস্থরের মানুষ ও শহীদ পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধা ভরে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এরপর সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। পরে বিভিন্ন স্কুল, কলেজ, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট-গার্লস গাইড ও শিশু-কিশোর সংগঠন কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণ করে।
পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসক কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। দুপুরে পৌরসভা মেয়র হাবিবুর রহমান মালেক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করবেন।
এ ছাড়াও আজকের বিভিন্ন কর্মসুচির মধ্যে মসজিদ-মন্দিরে প্রার্থনা, জেলখানা,এতিমখানা, হাসপাতালে রোগিদের উন্নতমানের খাবর পরিবেশণ, সন্ধ্যায় স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।