ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

শীতে হাত-পায়ের যত্নে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২

শীতে হাত-পায়ের যত্নে কী করবেন
শীতে শুধু মুখ নয়, হাত-পায়ের ত্বকও রুক্ষ হয়ে পড়ে। এ কারণে হাত ও পায়ের যত্নের ব্যাপারে খেয়াল রাখা জরুরি।
 
ত্বকে আর্দ্রতা ধরে রাখতে প্রতিবার হাত ধোওয়ার পর ময়েশ্চারাইজার লাগান। নারকেল তেলের মতো বেশ কিছু তেল ময়েশ্চারাইজারের মতো কাজ করে।

হাতে ও পায়ে পরিমাণমতো ময়েশ্চারাইজারিং ক্রিম বা লোশন লাগান।  তারপর মোজা, গ্লাভস পরে নিন। এত ত্বকে ময়েশবচারাইজার ভালোভাবে শোষণ হবে।

সাধারণত অ্যালোভেরার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা ত্বকে প্রয়োগ করতে পারেন।

সাবানে থাকা রাসায়নিক হাত, পায়ের ত্বক আরও শুষ্ক করে তোলে। তাই ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া বন্ধ করুন।

অত্যাধিক পানির ব্যবহারে হাতের ত্বকে প্রাকৃতিক তেল অপসারিত হয়। ফলে হাত শুষ্ক, নিস্তেজ হয়ে পড়ে। তাই বাসনবাজা, কাপড় কাচা, থালা বাসন পরিষ্কার করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস