ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

'বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে'

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২

'বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে'
দেশের জন্য জীবন উৎসর্গ করা বুদ্ধিজীবিদের স্মরন করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বাঙালি জাতির বিজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। 

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। 

 সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আশরাফ উদ্দিন'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ আলী, উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন। 

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, ইউআরসি ইনস্ট্রাক্টর মো.আসগর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর পাটোয়ারী ছাড়াও পদস্থ বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।