Can't found in the image content. শিম চাষে বদলে যাচ্ছে বরগুনার তালতলীর সওদাগর পাড়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শিম চাষে বদলে যাচ্ছে বরগুনার তালতলীর সওদাগর পাড়া

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

শিম চাষে বদলে যাচ্ছে বরগুনার তালতলীর সওদাগর পাড়া
শিম চাষে বদলে যাচ্ছে বরগুনার তালতলী সওদাগর পাড়া।  কৃষকরা বলেন, লবন্যক্ততা জন্য এই মাঠ গুলোতে কোন ফসল চাষ করা যেতো না। কৃষকরা নিজের বুদ্ধি করে পরিত্যক্ত জমিতে নতুন করে কৃষি করে কৃষি বিপ্লব করে দেখালেন বরগুনা সওদাগর পাড়ায় কৃষকরা। এখন ১২ মাস তাদের মাঠে সবজি চাষ হয়।

দক্ষিণাঞ্চলের অনেক মাঠেই সারা বছর ফাঁকা থাকে পড়ে থাকে।  শীতকালীন সবজি চাষ করে বরগুনা জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সবজি পাঠাতে পারেন এখন কৃষকরা। 
 
আজ মাঠ দিবসে কৃষকদের সাথে কথা বলতে গিয়ে বরগুনা জেলা প্রশাসক  হাবিবুর রহমান বলেন, সওদাগর পাড়া গ্রামের কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি। কৃষকদের যেকোনো সাহায্য প্রয়োজন হলে আমরা তাদের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. সাদিক তানভীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন হাওলাদার, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া, নিশান বাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।