Can't found in the image content. ঈদে মুক্তি দেয়া হবে অন্তর্জাল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঈদে মুক্তি দেয়া হবে অন্তর্জাল

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

ঈদে মুক্তি দেয়া হবে অন্তর্জাল
আগামী রোজার ঈদে মুক্তি দেয়া হবে বাংলাদেশের সাইবার জগতের সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার 'চলচ্চিত্র অন্তর্জাল"।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিজিটাল জুনাইদ আহমেদ পলক আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত দীপঙ্কর দীপন পরিচালিত "অন্তর্জাল চলচ্চিত্রের" আগমনী আড্ডায় ও মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

এসময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খাইরুল আমিন বক্তৃতা করেন উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্তর্জাল প্রযোজক মোহাম্মাদ আলী হায়দার, সাদেকুল আরেফিন, সহ-প্রযোজক শাহ আমীর খসরু ছাড়াও অভিনেত্রী বিদ্যা সিংহা মীম, সিয়াম আহমেদ, সুনেরা বিনতে কামাল, মাশরুর এনান, রওনক হাসান, অমিত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, সিনেমাটির স্কৃপ্টিং এর সঙ্গে সাইবার বিশেষজ্ঞরা জড়িত থাকায় এটি ত্রুটি মুক্ত একটি ছবি। সাইবার নির্ভর থ্রিলার থেকে এটি পুরোপুরি ভিন্ন।

এর আগে নিজের ফোনে আসা পাসওয়ার্ড দিয়ে চলচ্চিত্রটির টিজার উন্মুক্ত করেন প্রতিমন্ত্রী। সেসময় সবাইকে এই পাসওয়ার্ডের গুরুত্ব তুলে ধরে পলক বলেন, আগামীতে যুদ্ধ করতে গুলির প্রয়োজন হবে না। যুদ্ধ হবে সাইবার দুনিয়ায়। পাসওয়ার্ড দিয়েই যুদ্ধ নিয়ন্ত্রণ করবে সাইবার সৈনিকেরা। প্রতিমন্ত্রী বলেন সাহেবের নীরব নিরাপত্তা বিষয়ে তরুণরা যেন সচেতন হয় সেজন্যই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায়  এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানিয়েছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘উন্নয়নের ৫০ বছর’ শিরোনামে আরো একটি অ্যানিমেটেড মুভি নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে।