ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু!

বরিশাল ব্যুরো | আপডেট: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু!

প্রতীকী ছবি

বরিশালে ইঁদুর মারার জন্য পেতে রাখা ফাঁদে প্রিয়লাল রায় সাধু (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক উপজেলার কড়ালিয়া গ্রামের মৃত জগবন্ধু রায়ের ছেলে।

জল্লা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিপুল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ইঁদুরের কাছ থেকে ক্ষেতের বীজ রক্ষায় চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে কৃষক সাধু। হঠাৎ অসাবধানতায় নিজেই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত্যু হয়েছে এ কৃষকের। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।