Can't found in the image content. সোয়া লাখ রুপির পোশাকে কারেন্ট লাগিয়ে চমকে দিলেন দীপিকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সোয়া লাখ রুপির পোশাকে কারেন্ট লাগিয়ে চমকে দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ১১, ২০২২

সোয়া লাখ রুপির পোশাকে কারেন্ট লাগিয়ে চমকে দিলেন দীপিকা
বিশ্বজুড়েই পোশাকের ধারার পরিবর্তন হয়েছে। এখন বহু পোশাকই লিঙ্গ নিরপেক্ষ। প্যান্ট-স্যুট এখন পুরুষের পোশাকই নয়, এটি কেবল করপোরেট নারীদেরও প্রিয়। এমনই এক পোশাক পরে দর্শককে স্তম্ভিত করলেন দীপিকা পাড়ুকোন। গোলাপি রঙের প্যান্ট-স্যুটে তিনি প্রশংসিত হয়েছেন। দীপিকা সবসময়ই নতুন নতুন অবতারে হাজির হয়ে থাকেন। তার এ গোলাপি স্যুটও তেমনই এক অবতার। তার স্টোরিতে পোস্ট করা এ পোশাক যেন তার সামর্থ্য প্রকাশ করছে।

দীপিকার গোলাপি প্যান্ট-স্যুটটি মাগদা ব্যাটরিমের। ডবল ব্রেস্টেড স্যুটটি কিছুটা ঢিলেঢালা এবং এতেই দীপিকাকে মানিয়েছে বেশ। বোঝা যাচ্ছে স্যুটটি তুলনামূলক কম ভরের। সাটিন টেক্সচারের স্যুটে ফ্যাব্রিক বোতাম ব্যবহার করা হয়েছে। এছাড়া পরনে ছিল ঢোলা ধরনের প্যান্ট। এতে ছিল জিপ ক্লোজার, সাইড পকেট, বেল্ট লুপ। দীপিকার এ পোশাকের মূল্য ভারতীয় মুদ্রায় ১ লাখ ১২ হাজার ৩৯৯ রুপি।

তিনি তার একাধিক ছবি প্রকাশ করেছেন। এর মধ্যে একটি ছিল পূর্ণাঙ্গ ছবি, এর বাইরে আরো দুটো ছিল ক্লোজআপ শট। কানে হীরার দুলের সঙ্গে মিলিয়ে আংটি পরেছিলেন। হালকা মেকআপের সঙ্গে নিয়েছিলেন আইলাইনার। পোনিটেইলে এ ছবিতে দীপিকার সৌন্দর্য আরো ফুটে বেরিয়েছে। এরই মধ্যে তিনি রণবীর সিংয়ের সিনেমা সার্কাসে একটি গানে পারফর্ম করেছেন। গানটির শিরোনাম ‘‌কারেন্ট লাগা রে’। বৃহস্পতিবার এ গান প্রকাশ হয়েছে।

বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ২০২৩ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা অভিনীত হাই-ভোল্টেজ সিনেমা পাঠান। শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি তাকে দক্ষিণী স্টার প্রভাসের সঙ্গে আরো একটি সিনেমায় দেখা যাবে।

সূত্র: বলিউড হাঙ্গামা